۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
i
বিদ্রোহী ও গোলযোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার নেই ইরানের

হাওজা / আসলে বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে না ইরান পশ্চিমাদের দৃষ্টিতে !!!!

মুহাম্মদ মুনীর হুসাইন খান (৮-১২- ২০২২)

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ব্যস অমনি পশ্চিমা দেশগুলো ও তাদের সংবাদ মাধ্যম গুলো বলতে থাকে যে ইরানী কর্তৃপক্ষ, পুলিশ ও নিরাপত্তা বাহিনী নিষ্ঠুর ভাবে ইরানে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ দমন করছে !!! অপরাধী সাম্রাজ্যবাদী পশ্চিমাদের এ সব বেতনভুক এজেন্ট যারা চরম মুষ্টিমেয় এবং গত দু মাস ধরে ইরানের অল্প কিছু স্থানে না সমগ্র ইরান জুড়ে নাশকতামূলক কর্মকাণ্ড, সাধারণ মানুষ হত্যা , পুলিশ , নিরাপত্তা ও গণবাহিনীর ৫০ জন সদস্যকে হত্যা এবং জনগণের সহায় - সম্পদ , মসজিদ ও হুসাইনীয়ায় অগ্নি সংযোগ করে পুড়িয়েছে ও ক্ষতিসাধন সাধন করেছে তাদের ধরপাকড় করে সাজা দেবে না তো কাদের ধরবে ?!!

পশ্চিমারা সব সময় ডাবল স্ট্যান্ডার্ড নীতি গ্রহণ করে । কতিপয় চরম ডানপন্থী ( Far Right or extreme right groups and parties ) নিওনাৎসী নাকি ক্যুদেতা করে জার্মান সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখলের প্ল্যান আটছিল ( এখনও বাস্তবে পদক্ষেপ গ্রহণ করে নি বিক্ষোভ মিছিল ও নাশকতামূলক কাজ করে নি ) ১১০ শহরে ৩০০০ পুলিশ ও নিরাপত্তা বাহিনী পাঠিয়ে তাদের মধ্য থেকে মাত্র ২৫ ব্যক্তিকে তাদের বাড়ী থেকে নিরস্ত্র অবস্থায় আটক করেছে ! আর পশ্চিমাদের দৃষ্টিতে : " এ ক্ষেত্রে যেন জার্মান সরকার সঠিক পদক্ষেপই নিয়েছে। এদের দমন করার অধিকার জার্মানির আছে । কিন্তু এ অধিকার ইরানের নেই।

আসলে বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে না ইরান পশ্চিমাদের দৃষ্টিতে !!!! " পশ্চিমাদের দৃষ্টিতে বিদ্রোহী ও গোলযোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার নেই ইরানের !!!! মার্কিন যুক্তরাষ্ট্র সহ সকল পশ্চিমা দেশ তথাকথিত অভ্যুত্থান পরিকল্পনা কারীদেরকে পুলিশী অভিযান চালিয়ে ধরপাকড় করা সমর্থন করেছে এবং এরাই আবার বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ও বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ইরানকে নিন্দা ও দোষারোপ করছে । একেই বলে জংলি আইন ও মগের মুল্লুক।

এটাই হচ্ছে এখন দুনিয়ার অবস্থা। জার্মানিতে অভ্যুত্থানের এ ঘটনা খোসেফ বোরেলের গুলিস্তান ও বাগ - বাগিচা সদৃশ ইউরোপে বজ্রপাতের কারণে সৃষ্ট দাবানল সদৃশ নয় কি ?!!! স্মর্তব্য যে কিছু দিন আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান খোসেফ বোরেল বলেছিলেন: ইউরোপ হচ্ছে বাগান সদৃশ এবং বাদবাকি দুনিয়া হচ্ছে জঙ্গল !!!

ইউক্রেন সংকট ও যুদ্ধের মাধ্যমে বোরেলের বাগান ও গুল বাগিচায় দাবানলের শুরু এবং জার্মানির এ ঘটনায় সেই দাবানল যে গুল বাগিচা সদৃশ ইউরোপের কেন্দ্রস্থল পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে তার আলামত ও নিদর্শন রয়েছে ।

تبصرہ ارسال

You are replying to: .